রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
শুক্রবার বিকালের দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর সাব্বির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ রোডের ১০ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।